জাতীয়

তথ্য অধিকার পরিপন্থী আইন প্রণয়ন না করার আহ্বান

তথ্য অধিকার আইন, ২০০৯’র পরিপন্থী ও এর মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক আইন বা নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সোমবার বিকেলে টিআইবি’র অফিসিয়াল মেইল থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ আহ্বান জানানো হয়।বার্তায় সরকারের সকল কর্তৃপক্ষকে এ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রকাশ নীতিমালা প্রণয়ন করে তার কার্যকর বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।প্রেস বার্তায় সম্প্রতি সরকার তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বেশকিছু আইন ও নীতিমালা প্রণয়ন করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।তিনি বলেন, “সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালা, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং প্রস্তাবিত সাইবার আইনের খসড়ায় অবাধ তথ্য প্রবাহ ও বাক স্বাধীনতাকে সংকুচিত করার অনেক উপাদান রয়েছে। তথ্য অধিকার আইন-২০০৯ এর কার্যকর বাস্তবায়ন ঝুঁকির সম্মুখীন হয়েছে। এমন স্ববিরোধী অবস্থান থেকে সরে এসে তথ্য অধিকার বাস্তবায়নে নিজস্ব অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।টিআইবি’র এ নির্বাহী পরিচালক আরো বলেন, তথ্য অধিকার আইন প্রণীত হওয়ার অর্ধযুগ পার হওয়ার পরও আইনটি সম্পর্কে জনসচেতনতা এখনো প্রত্যাশিত পর্যায়ের নয়। অন্যদিকে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট তৎপর ও উদ্যোগী না হওয়ায় সুশাসনের হাতিয়ার হিসেবে আইনটির যথাযথ প্রয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কর্তৃক প্রকাশিত বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের হালনাগাদ না হওয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরে ড. জামান বলেন, সরকারের সকল কর্তৃপক্ষকে তথ্য প্রকাশের জন্য সহায়ক স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নেই।উল্লেখ্য, তথ্য অধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে টিআইবি’র ৪৫টি এলাকায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ অ্যানগেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যগণের সহযোগিতায় ইতোমধ্যে মাসব্যাপী নানা কার্যক্রম যেমন- তথ্য মেলা, আলোচনা সভা, সেমিনার, মানব বন্ধন, সাইকেল র্যালি, তথ্যসেবা কেন্দ্র, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, রচনা ও ক্যুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, গণশুনানি এবং থিয়েটারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।জেইউ/এসকেডি/আরআইপি

Advertisement