দেশজুড়ে

অপশক্তি প্রতিরোধে সরকার সর্বদা প্রস্তুত

যে কোন অপশক্তি প্রতিরোধে আওয়ামী লীগ সরকার সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় শ্রী শ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করে।তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সম্প্রীতির সরকার, এ সরকার সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। যে কোনো অপশক্তির বিরুদ্ধে বর্তমান সরকার সর্বদা সজাগ রয়েছে।শ্রী শ্রী দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিমাই লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পাল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক স্বপন রায়, সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া প্রমুখ।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

Advertisement