দেশজুড়ে

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চকরিয়া ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে শিশু, নারী ও পুরুষ রয়েছে। নিহত কমল তালুকদার (৪৫) কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি।চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কক্সবাজারমুখি মাইক্রোবাস (চট্ট-মেট্রো-ছ, ১১-১৭২৫) ও চট্টগ্রামমুখি মিনি ট্রাক (চট্ট-মেট্রো-ন, ১১-১৯৫২) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে তিনজন মারা যান। এ সময় অন্তত আরো ১৫ জন আহত হন। হতহতরা মাইক্রোবাসের যাত্রী।তিনি আরো জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর পাঁচজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

Advertisement