বিনোদন

সিনেপ্লেক্স ও দুটি করে সিনেমা বানাবে শিল্পকলা একাডেমি

সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলার চিত্রশালার তিন তলায় একটি পূর্ণাঙ্গ সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়াও প্রতিবছর শিল্পকলা একাডেমি দুইটি সিনেমার নির্মাণের জন্য অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Advertisement

মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় অন্ত আজাদ পরিচালিত আহত ফুলের গল্প ছবিটির প্রিমিয়ারে লাকী সিনেমা নিয়ে শিল্পকলা একাডেমির নানা পরিকল্পনার কথা জানান।

লিয়াকত আলী লাকী বলেন, ‘শিল্পকলা একাডেমির চিত্রশালার তিন তলায় একটি সিনেপ্লেক্স নির্মিত হচ্ছে। টেন্ডার হয়ে গেছে। একমাসের মধ্যে বাকি কাজ চূড়ান্ত হবে। আর তিন মাসের মধ্যে সিনেপ্লেক্স তৈরির কাজ শুরু হয়ে যাবে।’

লাকী আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেরাই আমাদের টাকা দিয়ে বছরে দুইটা চলচ্চিত্র নির্মাণ করবো। এরই মধ্যে দুইটি সিনেমার জন্য অনুদানের কথা চূড়ান্ত করেছি।’

Advertisement

এমএবি/এলএ/জেআইএম