দেশজুড়ে

বরিশালে ১২ জেলের দণ্ড

বরিশালের বানরীপাড়া ও মেহেন্দীগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে সাত জেলেকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য পাঁচ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে তাদের পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এ সাজা দেয়া হয়।  মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিমুর রহমান তাদের তিন মাস করে কারাদণ্ড দেন। দণ্ডিতরা  হলেন, ইমরান, আরিফ, আনিস ফকির, আইয়ুব আলী, মামুন হাওলাদার, সেলিম ও মারুফ।অন্যদিকে, বানরীপাড়া থানা পুলিশ উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।এ ব্যাপারে বানরীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ইলিশ নিধনের দায়ে সাইফুল ইসলাম, ইয়ার হোসেন, দুলাল হোসেন, হাবিবুর রহমান ও চুন্নুকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ জেড মোরশেদ আলী তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement