দেশজুড়ে

খুলনায় কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা আদায়

চলতি বছর আয়কর মেলায় খুলনাসহ সব সার্কেলে ৫৭ কোটি ৬৭ লাখ টাকা জমা হয়েছে। গত বছর কর আদায় হয়েছিল ৪২ কোটি টাকা। খুলনায় আয়কর মেলায় গত বছরের চেয়ে এবার প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে।

Advertisement

খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বুধবার (২০ নভেম্বর) রাতে সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনীতে এসব তথ্য জানান খুলনা কর অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়।

তিনি জানান, এবারের আয়কর মেলায় রিটার্ন দাখিল হয়েছে ৫২ হাজার ২২৬টি। নতুন টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) রেজিস্ট্রেশন করেছেন দুই হাজার চারশ ৬০ জন এবং আয়কর সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন ৯৭ হাজার পাঁচশ ৬৫ জন।

আয়কর মেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জন কুমার সাহা, যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলম, কর আপিল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মহিদুর রহমান প্রমুখ।

Advertisement

গত ১৪ নভেম্বর থেকে আয়কর মেলা শুরু হয়। বুধবার মেলা শেষ হলেও খুলনা কর অফিসে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া করদাতারা আয়কর প্রদান ও রিটার্ন দাখিল করতে পারবেন।

আলমগীর হান্নান/এমএসএইচ/জেআইএম