র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফরে অবস্থান করছে অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রতিনিধিদল। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রতিনিধিদল র্যাব সদর দফতরে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।তিনি জানান, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগের পরিপ্রেক্ষিতে দেশটির প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে ভিভিআইপি নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে।অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে ভিভিআইপি নিরাপত্তা দেয়ার বিষয়ে র্যাব আগ্রহী। সে জন্যই নিরাপত্তা প্রতিনিধিদলকে বাড়তি নিরাপত্তা বিষয়ে র্যাবের সঙ্গে আলোচনা করতেই র্যাব সদর দফতরে আমন্ত্রণ জানানো হয়েছে।প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেক উইলককও রয়েছেন বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে একটি দলও অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রতিনিধিদলের সঙ্গে সেখানে অবস্থান করছে।জেইউ/এসকেডি/পিআর
Advertisement