ভারতের প্রথম স্পেস অবজারভেটরি ‘অ্যাস্ট্রোস্যাট’ উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও)। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি ৩০ রকেটে করে এই পর্যবেক্ষণাগারটি মহাকাশে উৎক্ষেপন করা হয়েছে।ওই পর্যবেক্ষণাগারটির সঙ্গে আরো ছয়টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। এদর মধ্যে চারটি ন্যানো স্যাটেলাইট স্পায়ার গ্লোবাল ইনক, দ্য ইউএস, ইন্দোনেশিয়া থেকে একটি মাইক্রোস্যাটেলাইট ও কানাডার টরন্টো ইউনিভার্সিটির একটি স্যাটেলাইট রয়েছে।উৎক্ষেপণের মাত্র ২২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছে যায় ১৬৩১ কেজির মহাকাশ অবজারভেটরিটি। এরপর অন্যান্য স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হয়। পুরো মিশনটি শেষ হতে সময় লেগেছে ২৫ মিনিট।এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও ইউরোপের পর বিশ্বের অন্যতম দেশ হিসেবে নিজেদের স্পেস অবজারভেটরি পাঠালো ভারত।এসআইএস/পিআর
Advertisement