ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ক্লাব এবং শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র প্রকাশনা সংস্থা ভয়েস অব বিজনেস (ভিওবি) আয়োজন করেছে সিগনেচার ইভেন্ট ‘ভিওবি উইক-২০১৯।’
Advertisement
ভয়েস অফ বিজনেস গত একযুগ ধরে শিক্ষার্থীদের উন্নয়নে বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
সোমবার ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হলে ‘ভিওবি উইক-২০১৯' শুরু হয় এবং মঙ্গলবার বিকালে উন্মুক্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
ভয়েস অফ বিজনেস উইকে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। যার বিষয় ছিল ‘ডাটাইন্সার্যেন্স’ আর এটি ছিল তাদের দশম সংখ্যা। ভিওবি উইকের বিশেষ আকর্ষণ ছিল ‘স্টার্টআপ ফেয়ার’।
Advertisement
অনুষ্ঠানে বাংলালিংকের পরিচালক কাজী উরফি আহমেদ বলেন, ‘এটি একটি দুর্দান্ত উদ্যোগ এবং ম্যাগাজিনটিতে মানসম্পন্ন সামগ্রী রয়েছে। এটি শিক্ষার্থীদের এবং কর্পোরেট জগতে কাজ করছে উভয় ধরনের মানুষের জন্যই প্রাসঙ্গিক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এএইচ/এমএস
Advertisement