দেশজুড়ে

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ২ জনের যাবজ্জীবন

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় টুটুল সরদার হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

Advertisement

বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ঝাউদি গ্রামের সালাম মোল্লার ছেলে আলামিন এবং একই উপজেলার টুবিয়া গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে আল আমিন। তারা দুইজনেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকার আলতু সরদারের ছেলে টুটুল সরদারকে ২০১৩ সালের ১১ ডিসেম্বর ডেকে নিয়ে হত্যা করে দুই আসামি। নিহত টুটুল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। ঘটনার দিন নিহত টুটুলের মোটরসাইকেল ভাড়া নিয়ে আসামিরা তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে মাটিতে পুতে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে দুই আসামির নামে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

Advertisement

মাদারীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

এ কে এম নাসিরুল হক/এমবিআর/এমএস