জাতীয়

রোমে ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে পবিত্র ঈদুল আযহার আমেজ শেষ না হতেই প্রাণের উচ্ছ্বাসে বাংলাদেশ থেকে আসা একটি সাংস্কৃতিক দল মিলান বাণিজ্য মেলায় প্রবাসীদের নাচে-গানে মাতিয়ে গেলেন। রোববার সন্ধ্যা ৭ টায় রোমের প্রেনেসতিনার লেয়ন হলে ওই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের সেরা কন্ঠশিল্পী, নৃত্যশিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দূতাবাসের দ্বিতীয় সচিব এরনি ইসলাম জুলি, হেড অব চ্যান্সেলর রফিকুল আলম, ইতালি জনতা একচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাত্তার উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (সঙ্গীত ও নৃত্য) সোহরাব হোসেন, ইতালি আ. লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সহ-সভাপতি হাবীব চৌধূরী, জসিম উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ফরাজী, আব্দুর রউফ ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন সিকদার, শোয়েব দেওয়ান, সাবেক ইতালি বিএনপির সহ-সভাপতি তাইফুর রহমান ছোটন, সহধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান হীরা, আ. লীগের প্রচার সম্পাদক মান্নান মাতবর মঞ্জু, ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভূইয়াসহ প্রমুখরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সহপরিচালক ফারজানা আক্তার সোমার পরিচালনায় গান পরিবেশন করেন টেলিভিশনের নিয়মতি শিল্পী বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শরীফ হাসান লেনিন, ফোক ও লোক সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি গোমেজ, ক্লোজ আপ তারকা রিংকু। এ সময় অনিক ঘোষের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন বাবু, মিতা, জুই, অন্তু, সৌন্দর্য্য, অর্পিতা সিকদার এবং মাধবী। শিল্পীরা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ধরনের গান পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের মাতিয়ে রাখেন।এসআইএস/আরআইপি

Advertisement