নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। ধর্মঘটের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
Advertisement
রাস্তায় কিছু রিকশা চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন চালকরা। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী যেতে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া নিচ্ছেন তারা। অতিরিক্ত ভাড়া জেনেও বাধ্য হয়ে অনেকেই রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এমন চিত্র দেখা গেছে।
রিকশাচালকদের দাবি- ধর্মঘটে ঝুঁকি নিয়ে চলতে হয়। এ কারণে ভাড়া বেশি নেয়া হচ্ছে। তবে বেশিরভাগ মানুণ রিকশার অতিরিক্ত ভাড়ার কারণে ব্যাগ নিয়ে হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছে।
আলমগীর হোসেন নামে এক ব্যক্তি জানান, তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকার গেন্ডারিয়া শ্বশুরবাড়িতে যাবেন। সকাল বেলা গজারিয়া থেকে বহু কষ্ট করে সাইনবোর্ড পর্যন্ত এসেছেন। এখান থেকে কোনো গাড়ি ঢাকা যেতে পারছে না। দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ি থেকে নেমে পড়েছেন।
Advertisement
তিনি বলেন, গাড়ি থেকে নেমে যাত্রাবাড়ী পর্যন্ত যাওয়ার জন্য একটি রিকশা পেলাম। ভাড়া চাইলো ৩০০ টাকা। কোনো উপায় না পেয়ে ৩০০ টাকা ভাড়া দিয়ে যাত্রাবাড়ী যেতে বাধ্য হচ্ছি।
সকাল থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সব যানবাহন বন্ধ করে এলোমেলো করে রেখে দিয়েছেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। হাজার হাজার গাড়ি সড়কে আটকা পড়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচলে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। চরম ভোগান্তি পড়েছেন যাত্রীরা।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
Advertisement