অর্থনীতি

মিলান এক্সপোতে প্রাণ’র পণ্য

ইতালির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য মিলান এক্সপো-২০১৫`র বাংলাদেশ প্যাভিলিয়ানে স্থান পেয়েছে। মেলায় প্রাণের বিভিন্ন ধরনের জুস, মধু, তৈল, চালসহ নানা রকমের সামগ্রী স্থান পেয়েছে। প্রাণ’র এসব পণ্য সর্ম্পকে জানতে ইতালিয়ানসহ দেশি-বিদেশি দর্শকরা আগ্রহ প্রকাশ করছেন। সরেজমিনে দেখা যায়, মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ানে প্রাণের বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শণ করা হচ্ছে। এসময় অনেক ইতালিয়ান নাগরিক স্টলে ঘুরে ঘুরে প্রাণের বিভিন্ন ধরনের পণ্য সর্ম্পকে জানতে চান।বিশ্বের ১৪৭টি দেশের সামগ্রী নিয়ে এ মেলার আয়োজন করেছে ইতালি সরকার। ফলে প্রতিটি দেশ নিজ পণ্যের মাধ্যমে তাদের দেশকে তুলে ধরতে চেষ্টা করেন। মেলায় একমাত্র প্রাণ’র সামগ্রীই বাংলাদেশ স্টলে প্রদর্শন করা হয়।গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মিলান এক্সপোতে নিজ দেশের বিভিন্ন বিখ্যাত সামগ্রী নিয়ে বাংলাদেশ-ডে অনুষ্ঠানে ইতালি সরকারের একজন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ান পরিদর্শন করেন।জানা যায়, বাংলাদেশ প্যাভিলয়ানে প্রাণ’র পণ্যই স্টলকে আলোকিত করে রেখেছে। স্থানীয় প্রবাসীরা প্রাণের বিভিন্ন ধরনের পণ্য দেখে মুগ্ধ হোন এবং প্রশংসা করেছেন।এসআইএস/আরএস/পিআর

Advertisement