শিক্ষা

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট ৬৬ হাজার ৯ শ ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২২ হাজার ৭ শ ৫৯ জন। অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ফলাফল পাওয়া যাবে।এ বছর দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫ জন, নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।

Advertisement