স্পেনের কাতালান প্রদেশের সংসদ নির্বাচনে স্বাধীনতাপন্থীদের দল জয়লাভ করেছে। নির্বাচনে কাতালানরা স্বাধীনতার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে স্পেন থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনে আর কোনো বাধা থাকলো না কাতালানদের। খবর বিবিসির।১৩৫টি আসনের মধ্যে এককভাবে ৬২টি আসনে জয়লাভ লাভ করেছে ‘জান্তস পার সি’ (টুগেদার ফর ইয়েস) পার্টি। এছাড়া মধ্য-বামপন্থি দল ২৫টি, কাতালুনিয়ার সমাজতান্ত্রিক দল ১৬টি আসনে জয়লাভ করেছে। বামপন্থি দল ও কনজারভেটিভ পিপলস পার্টি ১১টি করে আসনে জয়লাভ করেছে।এর আগে আর্তুর মাসের নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়লাভ করলে আগামী দেড় বছরের মধ্যে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করবে বলে নির্বাচনী ইশতিহারে ঘোষণা দেয়। তবে দেশটির কেন্দ্রীয় সরকার আইনি লড়াইয়ের মাধ্যমে এ উদ্যোগে ভেটো দিতে পারবে।এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বার্সেলোনাকে লা লিগা থেকে বহিষ্কার করা হবে। কাতালান প্রদেশ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা এ উদ্যোগ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এসআইএস/এমএস
Advertisement