রাজধানীর ভাটারায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুই বিদেশগামী যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টার সময় হুমায়ূন কবির (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার সকালে ভাটারার নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুই বিদেশগামী যাত্রী নর্দ্দা বাসস্ট্যান্ডে নামেন। তারা মেডিকেল চেকআপ করাতে ঢাকায় এসেছিলেন। নর্দ্দা থেকে ট্রাভেল এজেন্সির একজন এসে তাদের বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা ছিল।
নর্দ্দায় নেমে নাস্তা করে তারা যখন ওই লোকের জন্য অপেক্ষা করছিলেন তখন হুমায়ূন কবির তাদের কাছে এসে ডিবি পরিচয়ে তল্লাশি করার কথা বলেন। একপর্যায়ে ভিকটিম দুজনের কাছ থেকে মোবাইল, কিছু নগদ টাকা এবং পাসপোর্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
তখন তাদের সন্দেহ হলে তারা হুমায়ূনের পরিচয়পত্র দেখতে চান। তখন হুমায়ূন তাদের ‘বাড়াবাড়ি করলে মেরে ফেলার’ হুমকি দেন।
Advertisement
তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে আশপাশের লোকজন জড়ো হয়ে হুমায়ূনকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি মোক্তারুজ্জামান বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি-না বিস্তারিত জানা যাবে।
এআর/জেডএ/এমকেএইচ
Advertisement