আইন-আদালত

দুদকের মামলায় ইনকিলাব সম্পাদকের জামিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

সোমবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ বাহাউদ্দীনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এর আগে এক কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ৪ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

মামলার এজাহারে বলা হয়েছে, বাহাউদ্দীন এক কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেয়ার মাধ্যমে ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিশ জারি করা হলে ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। সেখানে তিনি এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দেন।

এ মামলায় আজ হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ইনকিলাব সম্পাদক। পরে আদালত তাকে জামিন দেন।

এফএইচ/এসআর/এমএস

Advertisement