দেশজুড়ে

এক অপহরণকারীর কাছ থেকে শিশুসহ ১০ শ্রমিক উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক অপহরণকারীর কাছ থেকে শিশুসহ ১০ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৬ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

Advertisement

এ সময় মো. নুরুল হক ওরফে লেদু মিয়া (৩৬) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লেদু মিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে। উদ্ধারকৃত শিশুদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতরা হলো- কিশোরগঞ্জের বাজিদপুর থানার মৃত নুর উদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. আক্তার, চাঁদপুরের হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হৃদয়, ময়মনসিংহের গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে মো. টুটুল মিয়া, তারাকান্দা থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জের মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালীর সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রামের কোতোয়ালি থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়ার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ।

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কাজ দেয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের নৌকাযোগে দুবলারচরের শুঁটকি পল্লীতে নিয়ে আসেন অপহরণকারী লেদু মিয়া। গ্রেফতারের পর বিষয়টি কোস্টগার্ডের কাছে স্বীকার করেন তিনি। ঘূর্ণিঝড় বুলবুলের সময় এক শিশু এ ঘটনা কোস্টগার্ডকে জানালে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে উদ্ধার করা হয়। গ্রেফতার অপহরণকারী ও উদ্ধারকৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

শওকত আলী বাবু/এএম/জেআইএম