ভারতের ৫০০টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সংযোগ দেয়া হচ্ছে। সিলিকন ভ্যালিতে সিইও-দের সভায় এ রকম পরিকল্পনার কথাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (নমো)। এই প্রকল্পে গুগলের সাহায্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।দেশের সর্বত্র ইন্টারনেটের সুবিধা ছড়িয়ে দিতে ব্রডব্যান্ডকে ছয় লাখ গ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। মোদির কথায়, সব স্কুল-কলেজে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেয়া হবে। হাইওয়ে নির্মাণের মতোই I-ways নির্মাণও সমান গুরুত্বপূর্ণ।প্রশাসন যাতে দেশের সর্বত্র সবার নাগালের মধ্যে থাকে, তাই মোবাইল গভরন্যান্সে জোর দেয়ার কথা জানিয়েছেন মোদি। এর মাধ্যমেই দেশে সঠিক অর্থে উন্নতি সম্ভব বলে মত প্রকাশ করেছেন নমো।বর্তমান দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার প্রশংসাও শোনা যায় নমোর কথায়। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ভারতের নতুন প্রতিবেশী বলে মন্তব্য করেন তিনি। গত ৩০ বছরে এই প্রথম সিলিকন ভ্যালিতে পা রাখলেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী।বিএ
Advertisement