গণমাধ্যম

সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে

জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, সারা পৃথিবীতে সাংবাদিকদের নেটওয়ার্ক আছে। সে কারণে তাদের দায়িত্বশীল হতে হবে। চুয়াডাঙ্গায় রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক ভালো। সংবাদপত্রে বিভ্রান্ত্রিকর সংবাদ প্রকাশ পেলে পাঠকরা বিভ্রান্ত হয়। এতে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয়। সে কারণে বিভ্রান্ত্রিকর সংবাদ পরিহার করা উচিত। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫০ বছর পদার্পণ উপলক্ষে ক্লাবের আয়োজনে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠানে ওই ক্লাব মিলনায়তনে সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে রোববার বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি চুয়াডাঙ্গার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একটি প্রেসক্লাবের ৫০ বছর পদার্পণ ছোটখাটো ব্যাপার নয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ কারণে যে, সাংবাদিদের মিলন মেলা করেছে এতে আমরা আনন্দিত। তিনি সাংবাদিকদের অভিনন্দন জানান।মিলন মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মকবুলার রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।অনুষ্ঠানে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ হেদায়েত হোসেন আসলাম, পিপি মুহাম্মদ শামসুজ্জোহা, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মন্ডল, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন ও দাতা সদস্য তৌহিদ হোসেন এবং চুয়াডাঙ্গা শিক্ষক অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিলব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সোহরাব হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্দিকুর রহমান, ক্লাবের দাতা সদস্য হোসেন জাকিরসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।সালাউদ্দিন কাজল/ এমএএস/পিআর

Advertisement