দেশজুড়ে

যশোরের সেই ইউএনওকে বদলি

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পত্রে তাকে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছে।

Advertisement

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে মোবাইলে ফোনে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি জানান, মিজানুর রহমানকে জনস্বার্থে মাগুরার মহম্মদপুরে বদলি করা হয়েছে।

এদিকে জনস্বার্থে বদলির কথা বলা হলেও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সমালোচিত হয়েছিলেন ইউএনও মিজানুর রহমান। তার বিরুদ্ধে পূজা পরিচালনা কমিটির নেতাদের গালিগালাজ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ ওঠে। গত বুধবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে কেশবপুরে তদন্ত করে।

জানা যায়, গত ২০ অক্টোবর পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার সাধারণ সম্পাদক সুকুমার সাহা মন্ত্রিপরিষদ সচিব বরাবর অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি সম্পন্ন হওয়া দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে উপজেলায় ৯৩ পূজামণ্ডপের মধ্যে পাঁচটি মন্দিরের ছাড়া সব প্রতিমা বিসর্জন দেয়া হয়। পাঁচটি মন্দিরের প্রতিমা কেন বিসর্জন দেয়া হয়নি জানতে ৯ অক্টোবর ইউএনও মিজানুর রহমান পূজা পরিচালনা কমিটির নেতাদের তার দফতরে ডেকে আনেন। সেখানে নেতাদের ইউএনও রাগান্বিত হয়ে প্রতিমা বিসর্জন না দেয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি দুর্গা প্রতিমা সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন।

Advertisement

১৩ নভেম্বর যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক নূর-ই-আলম অভিযোগের তদন্ত করেন। যদিও ইউএনও মিজানুর রহমান তার বিরুদ্ধে ওঠা অসদাচারণ ও কটূক্তিপূর্ণ বক্তব্যের কথা অস্বীকার করেন। এর পরই তাকে বদলি করা হলো।

মিলন রহমান/আরএআর/এমএস