দেশজুড়ে

সচল হলো বেনাপোল বন্দর

ঈদুল আযহার ছুটি শেষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর আবার সচল হয়েছে। রোববার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে ছুটি শেষে সকলে এখনো না ফেরায় কাজ চলছে ধীর গতিতে। রোববার খোলা থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় শুল্ক ও বন্দরের কাজকর্ম ও আমদানি-রফতানি কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া ঈদের তিনদিন আগে পরে ট্রাক ও ক্যাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কারণে মঙ্গলবারের আগে পণ্য বোঝাই ট্রাক হাইওয়েতে চলাচল করতে পারবে না। এ কারণে বন্দর থেকে পণ্য খালাসের সম্ভাবনাও কম। আমদানি রফতানি ও পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানান বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দু’দেশের বন্দর এলাকায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। আগামী রোববারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি ফিরে আসবে না। অনেক আমদানিকারক ঈদে গ্রামের বাড়িতে গেছেন। তারা ঢাকায় না আসা পর্যন্ত মালামাল খালাস তেমন হবে না। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ঈদের ছুটি ও ঈদের আগে পরে পণ্যবাহি ট্রাক চলাচলে বিধি নিষেধ থাকায় বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজটের আশঙ্কা রয়েছে। বেনাপোল শুল্ক ভবনের সহকারি কমিশনার ড. সিরাজুল ইসলাম জানান, ছুটির ঘাটতি পুষিয়ে নিতে দ্রুত পণ্য খালাস করার জন্য শুল্ক ভবনের সকল বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। একটানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা শিল্প কারখানায় জরুরি কাঁচামাল সময়মতো নিতে পারেনি। জামাল হোসেন/ এমএএস/পিআর

Advertisement