ইরানে চলমান প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ স্বাগতিকদের কাছে ৫২-২০ পয়েন্টে হেরে যায়।
Advertisement
টুর্নামেন্টের অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে কেনিয়া।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ব্রোঞ্জ পদক। সে হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছে।
জুনিয়র বিশ্বকাপ কাবডির প্রথম আসরে অংশ নেয় ১৩ টি দেশ। দেশগুলো হচ্ছে-ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ডেনমার্ক, আজারবাইজান, বাংলাদেশ, আফগানিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলংকা, ইরাক ও কেনিয়া।
Advertisement
আরআই/এমএমআর/পিআর