লাশঘরে দিনের পর দিন, রাতে পর রাত কাটে সম্ভুর। জীবনে কতো লাশের ব্যাবচ্ছেদ সে করেছে তার কোনো হিসেব নেই। নারী লাশগুলোর দিকে নাকি সে কুনজরে তাকায়। এমন দুর্নাম আছে তার। সেই লাশকাটাঘরের ডোম সম্ভু নাকি পালিয়ে গেছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে নিয়ে।
Advertisement
ঘটনাটি ঘটেছে ‘দ্যা ন্যাকেড সোল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি রচনা ও পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। আর এই ব্যতিক্রমধর্মী গল্পের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কাজী নওশাবা। এখানে এক ট্রাকড্রাইভারের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
স্বল্পদৈর্ঘ্যটির গল্পে দেখা যাবে, কাজী নওশাবার স্বামী বাবর প্রতিরাতে মদ খেয়ে বাড়িতে ফিরে তাকে বেদম মারধর করে। একসময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। এরপর কী হয়? কখনইবা তাকে নিয়ে পালিয়ে যায় ডোম সম্ভু? নওশাবার প্রেমে কী পড়েছিলেন এই ডোম? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘দ্যা ন্যাকেড সোল’ পুরোটা দেখলে।
চলচ্চিত্রটি নিয়ে শাব্দিক শাহীন বলেন, ‘মানুষের জীবনে কত বিচিত্র ঘটনােই তো ঘটে। আমাদের এই ১২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আমরা এমন কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। যা দর্শকদের চমকে দেবে। দারুণ অভিনয় করেছেন সবাই। প্রথমত কয়েকটি ফ্লিম ফেস্টিভ্যালে পাঠানো হবে চলচ্চিত্রটি। পরে ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’
Advertisement
‘দ্যা ন্যাকেড সোল’ চচ্চিত্রটিতে কাজী নওশাবার পাশাপাশি আরও অভিনয় করেছেন সুজন হাবিব ও আতিক রহমান।
এমএবি/পিআর