দেশজুড়ে

খুলনা বিভাগের সব সড়ক সংস্কারের নির্দেশ

খুলনা বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় খুলনা বিভাগের সব সড়ক ও মহাসড়ক দ্রুত সংস্কারের পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।রোববার সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।সভায় সভাপতি সকল দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের আহ্বান জানিয়ে বলেন, অতিবৃষ্টির কারণে সবজির যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য জরুরি বীজতলা তৈরির পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। খুলনা বিভাগের মহাসড়ক ও সড়কগুলো দ্রুত সংস্কারের পদক্ষেপ গ্রহণ, কারেন্ট জাল জব্দ ও পুড়ে ফেলার ব্যবস্থা নিতে হবে। তিনি নিজ দপ্তরের নাগরিক সেবা জনগণ যাতে দ্রুত এবং কম খরচে সেবা পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সভাপতি আগামীকাল উন্নয়ন মেলায় সকল দপ্তরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।সভায় স্বাস্থ্য, গণপূর্ত, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল, পানি উন্নয়ন বোর্ড, কৃষি, বিদ্যুৎ, সমবায়, খাদ্য, বন, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, বিএডিসি বীজ ও সেচ, বিআরডিবি, বেতার এবং আনসারসহ অন্যান্য বিভাগের উন্নয়ন কাজ ও আন্তঃবিভাগীয় উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় বিভাগীয় অফিসের প্রধানসহ দশ জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।আলমগীর হান্নান/ এমএএস/পিআর

Advertisement