দেশজুড়ে

খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০১৫ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় এক বিলিয়ন পর্যটক এক বিলিয়ন সম্ভাবনা।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রূপান্তর ইকো-ট্যুরিজমের পরিচালক নাজমুল আজম ডেভিড, সিএসএসর জনসংযোগ কর্মকর্তা আলী আকবর এবং খুলনা মহানগর জাতীয় মানবাধিকার ইউনিটি সভাপতি শেখ আব্দুল হালিম।    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। বর্তমান সরকার পর্যটন শিল্পকে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো চিহ্নিতকরণ এবং পর্যটন স্পটগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হলে বিদেশি পর্যটকের পাশাপাশি দেশীয় পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাবে। এর ফলে ব্যাপক কর্মসংস্থানে সৃষ্টি হবে এবং পর্যটনখাত বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম বড় খাতে পরিণত হবে। সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে আর্কষনীয় পর্যটন হিসেবে তুলে ধরতে ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। খুলনাঞ্চল পর্যটনের জন্য সম্ভাবনাময়। এই সম্ভবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিতে বাংলাদেশ আরো স্বাবলম্বি হবে। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।আলমগীর হান্নান/ এমএএস/পিআর

Advertisement