সাহিত্য

প্রলাপ

সিবগাতুর রহমান

Advertisement

পেঁয়াজের দাম দুশো ছাড়লতিনি বলছেন "নিয়ন্ত্রণে"!বলছি মশাই আমাদের কথাপরছে না কি একটু মনে?

আমরা যারা আধপেটা খাইপেঁয়াজ কাঁচা লঙ্কা নুনেতোমরা তো ভাই মন্ত্রী আছোআমাদেরই ভোটের গুণে।

প্রবাস থেকে আসছে ফিরেআমার বোনের লাশ!তোমরা বলছ "এতো নগণ্য"এটা কেমন পরিহাস?

Advertisement

তোমার মুখে লাগাম পরতেআরও যদি হয় দেরিধুলায় মিলিবে যত অর্জনতোমাদের রূপ হেরি।

আমার টাকায় খাচ্ছো পড়ছোপোক্ত করছো গদি?থাকবে না কিছু দুঃখী বাঙালিঘুরিয়া দাঁড়ায় যদি।

রচনা কাল: ১৫ নভেম্বর ২০১৯

এনএফ/এমএস

Advertisement