দেশজুড়ে

দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে আমরা অঙ্গিকারবদ্ধ

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহম্মেদ বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা এদেশকে জঙ্গিবাদের উর্বর ভূমি হতে দিতে চাই না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও শান্তিকামী। আমরা এদেশকে জঙ্গিবাদ মুক্ত করতে অঙ্গিকারবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ নির্মূলে র্যাব ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে র‌্যাব একটি এলিট ফোর্স হিসেবে কাজ করছে। পাাশাপাশি আমরা র‌্যাবের আধুনিকায়ন ও সংস্থার কাজ করে যাচ্ছি। এসব একটি চলমান পক্রিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেশকে জঙ্গিবাদ মুক্ত করে উন্নত ও শান্তিপ্রিয় একটি দেশে পরিণত করবো। রোববার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার মন্দারতলায় গোপালগঞ্জ ক্লাব লি. এর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান, ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসমত আলী সিকদার চুন্ন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কাজী লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।এস এম হুমায়ূন কবীর/এমএএস/পিআর

Advertisement