খেলাধুলা

স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেললেন ইমরান (ভিডিও)

প্রতিযোগিতামূলক ক্রিকেট ছেড়েছেন ১৯৯৪ সালে। এরপর ব্যাট বল হাতে মাঠে দেখা না পাওয়া গেলেও পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক ইমরান তার স্ত্রী রেহাম খানের সঙ্গে মাঝে মধ্যেই ক্রিকেট খেলে থাকেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আর ইমরানের স্ত্রী এবং সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলার এই ভিডিওটি সঙ্গে সঙ্গেই ভাইরাসের মত ফেসবুকে ছড়িয়ে পরে। ইসলামাবাদের বানি গালায় নিজ বাসভবনে তোলা এই ভিডিওতে ইমরানকে বোলিং এবং তার স্ত্রী রেহামকে ব্যাটিং করতে দেখা যায়। কিছুদিন আগে পাকিস্তান টুডে’র সম্পাদক আরিফ নিজামি লিখেছিলেন তেহরিক-ই-ইসলামের চেয়ারম্যান ইমরান এবং তার স্ত্রী রেহাম খানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। এর কিছুদিন পর এই ভিডিও আপলোড করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন ইমরান। আরটি/একে/আরআইপি

Advertisement