বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের কারাগারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রিটেনভিত্তিক অনলাইন গণমাধ্যম নিউ আরব-এর বরাতে গতকাল এ খবর প্রকাশিত হয়।
Advertisement
বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে চিঠি লেখায় গত ৩ বছর আগে তাকে গ্রেফতার করা হয়।
কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম ও দাঈ। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
কারা কর্তৃপক্ষের ওপর বিনা চিকিৎসা ও অবহেলার অভিযোগ রয়েছে। এ অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে।
Advertisement
শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের ‘সৌদি সাহওয়া মুভমেন্ট’-এর সঙ্গে জড়িত ছিলেন। সামাজিক বিষয়ে সৌদি সরকারে কঠোর বিরোধিতাও করতেন তিনি।
BREAKINGWe confirm the death of Sheikh Fahd al-Qadi in prison yesterday, after 3 and a half years under arbitrary detention because of "a letter of advice" he sent to the Royal Court in 2016. #وفاة_الشيخ_المحتسب_فهد_القاضي pic.twitter.com/1bPt1gZQsR
— Prisoners of Conscience (@m3takl_en) November 13, 2019উল্লেখ্য যে, দাওয়াতে দ্বীনের বিশ্ব বিখ্যাত আলেম সৌদি আরবের জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ ড. আহমেদ আল আমরি এবং সৌদি আরবের আরেক দাঈ ও আলেম শায়খ সালেহ দুমিরি কারাগারে মারা যান।
এমএমএস/জেআইএম
Advertisement