অর্থনীতি

ইকোনমিক সম্মেলনে যোগদিতে ভারত যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

বিশ্ব ব্যাংকের সহায়তায় কনফিডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি (সিআইআই) আয়োজিত `সাউথ এশিয়া ইকোনমিক সম্মেলন`-এ যোগদিতে ভারত যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লীতে এ সম্মেলনে যোগদিতে সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।সার্কভুক্ত দেশ সমূহের বাণিজ্যমন্ত্রী, উচ্চপদস্থ নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানির প্রতিনিধি এবং কূটনীতিবিদরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের উদ্বেধনী অনুষ্ঠানের পর মিনিস্টিরিয়াল রাউন্ড-এ বাণিজ্যমন্ত্রীরা বক্তব্য রাখবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২৯ সেপ্টেম্বর সম্মেলনের  প্লেনারি সেশন-৪ এ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য ফোরাম সাফটাতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। এ অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক নেটওয়ার্ক স্থাপনেও এ সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হল- `এচিভিং ইনক্লুসিভ গ্রোথ থ্রো ডিপার ইকোনমিক ইনটিগ্রেশন`। এছাড়া সম্মেলনের মূল উদ্দেশ্য হল- সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পারে, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণ এশিয়ার ইকোনমিক ইন্টিগ্রেশন ত্বরান্বিত হবে।কনফিডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি ভারতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্য সংগঠন যারা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে।সফরকালে বাণিজ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সম্মেলন শেষে মন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।এইচএস/আরএস/পিআর

Advertisement