ফিচার

ডায়াবেটিস হয় কেন?

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাই আগে থেকে সচেতন না হলে কিংবা রোগটি নিয়ন্ত্রণে না রাখতে পারলে রোগীর কিডনি, চোখ, হৃৎপিণ্ড ও পা মারাত্মকভাবে আক্রান্ত হয়। এছাড়া নানা রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ ও লক্ষণগুলো জেনে নিতে হবে-

Advertisement

যে কারণে হয়: প্রতিটি রোগের পেছনে কতগুলো কারণ থাকে। ডায়াবেটিসও তার ব্যতিক্রম নয়। তাই জেনে নিন কারণগুলো।১. জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিন তৈরি কম হলে।২. জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে।৩. নানা ধরনের সংক্রামক ব্যধির কারণে হতে পারে।৪. অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগের কারণেও হয়।৫. ওষুধ ও রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে এলে এ রোগ হতে পারে।৬. অন্যান্য হরমোনের পরিমাণ বেড়ে গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও হয়।

লক্ষণসমূহ: কিছু বিষয়ে খেয়াল রাখলে সহজেই চিহ্নিত করা যায় ডায়াবেটিস। যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যায়, ততই ভালো। কারণ তখনই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হবে।১. ঘনঘন প্রস্রাব হওয়া।২. পানি পিপাসা বেশি বেশি লাগবে।৩. শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হবে।৪. বেশি বেশি ক্ষুধা পাবে।৫. স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকবে।৬. যেকোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরী হবে।৭. নানা রকম চর্মরোগ দেখা দিতে পারে।৮. চোখে কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

তাই ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করার সময় এখনই। কারণ ও লক্ষণগুলোর দিকে খেয়াল রেখে প্রত্যেককেই সচেতন হতে হবে। আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হই।

Advertisement

এসইউ/জেআইএম