ইরানের প্রখ্যাত পরিচালক মাজিদ মাজিদির সাড়া জাগানো চলচ্চিত্র `মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.) ইরানের পক্ষ থেকে ৮৮তম অস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে। অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করবে এ চলচ্চিত্র।মহাকাব্যধর্মী এ ছায়াছবিতে বিশ্বনবীর (সা.) শৈশবের জীবন আলেখ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। ইরানের সিনেমা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি গভীর পর্যালোচনার পর এ ছবি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।গত ২৭ আগস্ট ইরানের রাজধানী তেহরানসহ ১১ শহরের ১৪৩টি প্রেক্ষাগৃহে এই ছায়াছবির প্রথম পর্বের প্রদর্শন শুরু হয়। একই সময়ে কানাডার মন্ট্রিল চলচ্চিত্র উৎসবের আওতায় সেখানকার দু’টি সিনেমা হলে দেখানো হয়েছে ইরানের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই ছায়াছবি। ইরানে প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রথম রাতেই উঠে এসেছে ২০০ কোটি রিয়াল।মহানবী (সা.) কে নিয়ে নির্মিত তিনখণ্ডের ছায়াছবির প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবনালেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে সময় লেগেছে সাত বছর। ছবিটি নির্মাণে তিন কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির তিনবারের অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসনসহ প্রমুখরা।এসআইএস/পিআর
Advertisement