চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে অনুষ্ঠিতব্য ৫ম পুঁজিবাজার মেলার পৃষ্ঠপোষকতা করছে ৬টি প্রতিষ্ঠান।চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য এই মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হলো- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এস আলম গ্রুপ, সিভিও পেট্রোক্যামিকেল এবং ক্রাউন সিমেন্ট।এছাড়া মেলার আইটি পার্টনার হিসেবে সহযোগিতা দিচ্ছে আমরা টেকনোলজিস এবং মিডিয়া পার্টনার হিসেবে প্রচারণায় সহযোগিতা করছে একুশে টেলিভিশন এবং রেডিও টুডে।সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন বলেন, মেলার স্টল বরাদ্দ প্রায় শেষ। পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই মেলায় স্টল বরাদ্দ নিয়েছে। মেলায় এই প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শন ছাড়াও সময়োপযোগী সেমিনারের আয়োজন করা হয়েছে। সিএসই দৃঢ়ভাবে বিশ্বাস করে বিনিয়োগকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মেলা সফল হবে।এসআই/একে/পিআর
Advertisement