এবার আঙ্গিকে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২১তম ব্যাচের বিদায় অনুষ্ঠান। এমবিএ ফেস্টিভ্যালের অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী ক্যারিয়ার ফিয়েস্তা ও জব ফেয়ার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এমন ভিন্ন আয়োজন।
Advertisement
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ক্যারিয়ার ফিয়েস্তার আয়োজকরা। এতে পুরো আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ফিয়েস্তার কনভেনর ও ফাইন্যান্স বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী শরীফুল ইসলাম ফরহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কো-কনভেনর মুশফিকা রেজা তিথি ও ফাইন্যান্স এমবিএ ফেস্টিভ্যালের কনভেনর চিরঞ্জিত সাহা সজীব।
আয়োজকরা জানান, ফাইন্যান্স বিভাগের ২১তম ব্যাচের এমবিএ ফেস্টিভ্যাল ও বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবেই ‘ক্যারিয়ার ফিয়েস্তা’ নামে ভিন্নধর্মী এ উদ্যোগ। আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে সভাপতিত্ব করবেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেনডেন্ট পরিচালক অধ্যাপক ড. সালেহ জহুর।
Advertisement
দিনব্যাপী আয়োজনে থাকছে ক্যারিয়ার সেমিনার, জব ফেয়ার ও কুইজ কম্পিটিশন। জব ফেয়ারে দেশের নামকরা দুইটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় পদে নিয়োগের সুযোগ দেবে। এছাড়া সেমিনারে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যাক্তিরা শোনাবেন তাদের অভিজ্ঞতার গল্প।
আবদুল্লাহ রাকীব/এমবিআর/এমকেএইচ