জাতীয়

অস্ট্রেলিয়ার জঙ্গি হামলার আশঙ্কা ভিত্তিহীন

জঙ্গি হামলা নিয়ে অস্ট্রেলিয়ার করা আশঙ্কা ভিত্তিহীন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আশা করি অস্ট্রেলিয়া ক্রিকেট দল মত বদলাবে, তারা খেলতে আসবে।রোববার সকালে মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি নিরাপদ। কোনো জঙ্গি মাথাচাড়া দেয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। তাদের আশঙ্কা খামোখা, অমূলক।আসাদুজ্জামান খান কামাল জানান, অস্ট্রেলিয়ার একটি টিম বাংলাদেশে এসেছে। তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে। অস্ট্রেলিয়া দল এখনো মানা করেনি, আশা করি তারা খেলতে আসবে। বাংলাদেশ নিরাপদ।প্রসঙ্গত, সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও তারা আপতত আসছে না। সফরের মাত্র দুই দিন আগে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর (ডিএফএটি) বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ান সরকার।ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দেশটির সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে অজি ক্রিকেট বোর্ড।এসকেডি/এমএস

Advertisement