দেশজুড়ে

৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল বাসটি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি ধনবাড়ীর সমতকুড় নামকস্থানে বাস খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি। তারা মধুপুর, টাঙ্গাইল ও ঢাকার যাত্রী ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের বাস ধনবাড়ী সমতকুড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

Advertisement