ঈদে অতিথি আপ্যায়নের জন্য অনেক থালাবাসন ব্যবহার করেছেন নিশ্চয়ই। উৎসব শেষে সেসব যত্ন করে না রাখলে নষ্ট হয়ে যাবে সহজেই। তাই বাড়তি বাসনকোসন যত্ন করে তুলে রাখুন-বাসন রাখার আগে সেগুলো ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে রাখবেন। তেলকাসটে ভাবটা যেন না থাকে।সিরামিকের অনেক বাসন একসঙ্গে না রাখাই ভালো। খুব ভারী হলে বাসন ভেঙে যেতে পারে। আর যদি জায়গার অভাবে রাখতেই হয় তাহলে ভালো হয় ২-৩টির নিচে একটা করে মোটা কাগজ রেখে তার ওপর পরেরটা রাখবেন।চামচ, ছুরি এই জাতীয় জিনিসগুলো কিনে দীর্ঘদিন ফেলে রাখবেন না। তাহলে মরিচা ধরে যায়। মাঝে মাঝে বের করে ব্যবহার করলে ভালো থাকে।অতিরিক্ত গরম পানিতে কাটলারি সেট ধোবেন না। তাহলে চকচকে ভাবটা চলে যাবে। হালকা গরম পানিতে লিকুইড কিনার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।বাসনকোসন ধুয়ে এমনিতেই কাপড় দিয়ে মুছে রাখা উচিত। তা না হলে পানির দাগও পড়ে।সিরামিক কিংবা স্টিলের বাসন, চামচ ধারালো মাজুনি দিয়ে মাজবেন না। দাগ পড়ে যাবে। নরম কিছু দিয়ে একটু সময় নিয়ে পরিষ্কার করুন।এইচএন/এমএস
Advertisement