ধর্ম

নব দম্পতির জন্য দোয়া

আমাদের দেশে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান। বিয়ে-শাদি তার একটি। আমরা বিয়ে-শাদিতে নবদম্পতিকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও নবদম্পতিকে অভিনন্দন জানাতেন, তাদের দাম্পত্য জীবনের কল্যাণ কামনা করতেন। জাগো নিউজে তা তুলে ধরা হলো-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহিত ব্যক্তিকে অভিনন্দন জানিয়ে বলতেন-<< بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ >>উচ্চারণ- ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন’ (তিরমিজি, মিশকাত) অর্থাৎ ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’পরিশেষে...প্রত্যেক মুসলমানের উচিত, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির কল্যাণ কামনা করা। সঙ্গে সঙ্গে নিজের জন্যও দোয়া করা। আল্লাহ আমাদের প্রত্যেককে কল্যাণ দান করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/এমএস

Advertisement