মেয়ে সোনিয়া হত্যার বিচার চেয়ে রাজপথে আহাজারি করলেন মা নূরজাহান বেগম। সোমবার (১১ নভেম্বর) দুপুরে মানববন্ধনে অংশ নিয়ে মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Advertisement
যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের গৃহবধূ সোনিয়া হত্যার বিচারের দাবিতে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাঁচতে শেখা ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে নিহত সোনিয়ার মা নূরজাহান বেগম, ভাই-বোনসহ লেবুতলা গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, অ্যাডাব যশোর চ্যাপ্টারের সেক্রেটারি শাহজাহান নান্নু, বাঁচতে শেখার ময়েন মন্ডল, আমরাই পারি’র রাজিয়া খাতুন, বিথীকা বিশ্বাস, নিহতের প্রতিবেশী জাফর ইকবাল প্রমুখ।
Advertisement
বক্তারা বলেন, সোনিয়ার হত্যাকারী তার স্বামী আমির হোসেন আইনজীবী হওয়ায় প্রভাব খাটিয়ে হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন। পুলিশ অভিযুক্ত আমিরকে আটক করলেও ন্যায় বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর যশোর সদরের লেবুতলা মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে গৃহবধূ সোনিয়া মারা যান। তার স্বামী আইনজীবী আমির হোসেনের বাড়িও যশোর সদরের ডহেরপাড়া এলাকায়। নিহতের পরিবারের দাবি, সোনিয়াকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর তার স্বামী ঘরের সিলিংয়ে তাকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। ৬ নভেম্বর কোতোয়ালি পুলিশ অ্যাডভোকেট আমির হোসেনকে গ্রেফতার করে।
মিলন রহমান/এমএএস/এমকেএইচ
Advertisement