জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৭ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্য’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?  উত্তর : ক্ষুধিত পাষাণ। ২. প্রশ্ন : লোকসাহিত্য কাকে বলে? উত্তর : লোকের মুখে মুখে প্রচারিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে।৩. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’র রচয়িতা কে? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। ৪. প্রশ্ন : কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?  উত্তর : রক্তাম্বরধারিণী মা।৫. প্রশ্ন : বাংলা সাহিত্যের স্বর্ণযুগ কোনটি?  উত্তর : চৈতন্য পরবর্তী যুগ।৬. প্রশ্ন : ‘হুলিয়া’ কার লেখা কবিতা? উত্তর : নির্মলেন্দু গুণের।৭. প্রশ্ন : ‘আত্মহত্যার অধিকার’ কার লেখা?উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়। ৮. প্রশ্ন : ‘জাতির পতাকা আজ খামচে ধরছে সেই পুরনো শকুন’- উক্তিটি কার?উত্তর : রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর।৯. প্রশ্ন : ‘মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়’– কোন রচনার অন্তর্গত?উত্তর : সাহিত্যে খেলা। ১০. প্রশ্ন : কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে।১১. প্রশ্ন : কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘কুন্তলীন’ পুরস্কার পান? উত্তর : মন্দির।১২. প্রশ্ন : ‘নিমজ্জন’ নাটকটি কে লিখেছেন?উত্তর : সেলিম আল দীন।১৩. প্রশ্ন : লালন শাহ কে ছিলেন? উত্তর : একজন মরমি কবি।  ১৪. প্রশ্ন : অতুল প্রসাদ সেন কত সালে মারা যান? উত্তর : ১৯৩৪ সালে।১৫. প্রশ্ন : ইউনেস্কো কখন বাউল গানকে ‘বিমূর্ত ঐতিহ্য’ (মানবতার ধারক) ঘোষণা করে?উত্তর : ২৫ নভেম্বর ২০০৫।১৬. প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি কী? উত্তর : বন্দ্যোপাধ্যায়।১৭. প্রশ্ন : টি.এস এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক কে? উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।১৮. প্রশ্ন : ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা কে? উত্তর : মাওলানা আকরাম খাঁ।  ১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? উত্তর : গীতি কবিতা। ২০. প্রশ্ন : ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা? উত্তর : কৃষ্ণকান্তের উইল। # আজকের সাধারণ জ্ঞান : ২৬ সেপ্টেম্বর ২০১৫এসইউ/এমএস

Advertisement