লাইফস্টাইল

বিকেলের নাস্তায় সিম-আলুর পাকোড়া

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এসময়ের বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তেমনই একটি পদ হলো সিম-আলুর পাকোড়া। বিকেলের নাস্তায় গরম গরম সিম-আলুর পাকোড়া খেতে মন্দ লাগবে না নিশ্চয়ই! জেনে নিন রেসিপি-

Advertisement

উপকরণ:আলু- বড় ২টাসিম- ১৪/১৫টালবণ- ১/২ চা-চামচগোলমরিচ গুঁড়া- ১/৩ চা-চামচবিট লবণ- ১/৩ চা-চামচটেস্টিং সল্ট- ১/২ চা-চামচগুঁড়া মরিচ- ১/২ চা-চামচহলুদ- ১/২ চা-চামচজিরা- ১/২ চা-চামচপাঁচফোঁড়ন গুঁড়া- ১/২ চা-চামচপেঁয়াজ কুচি- ৩টিকাঁচামরিচ কুচি- ৩/৪টিআটা/ময়দা- ৩ টেবিল চামচতেল- ভাজার জন্য।

প্রণালি:প্রথমে আলু আর সিম ধুয়ে কুচি করে নিন। এবার এক এক করে সব উপকরণ দিয়ে ভালো করে মাখান। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন।

তেল গরম হলে মাখানো আলু আর সিম নিয়ে পাকোড়ার আকৃতিতে ডুবো তেলে ছাড়ুন। সোনালি করে ভেজে পরিবেশন করুন মজাদার সিম-আলুর পাকোড়া।

Advertisement

এইচএন/এমকেএইচ