দেশজুড়ে

চাঁদপুরে দুই জেলের কারাদণ্ড

চাঁদপুরে মেঘনায় মা ইলিশ নিধনের অপরাধে মতলব উত্তর উপজেলার ষাটনল ও হাইমচরের ইশানবালা থেকে পাঁচ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মফিজুল ইসলাম দুই বছর করে কারাদণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত হেলাল গাজী মুন্সীগঞ্জের কালিচর এলাকার সওদাগর গাজীর ছেলে এবং রফিক মতল উত্তর উপজেলার ষাটনল এলাকার বাছেত বেপারীর ছেলে।এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে মেঘনা নদী থেকে মা ইলিশসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া সন্ধ্যায় হাইমচর উপজেলার বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) অভিযান চালিয়ে গাজীপুর চর এলাকার ফজল গাজীর ছেলে নাছিল ঢালি (৩০) ও রাজ্জাক গাজীর ছেলে হারুন গাজী (২৪) ইলিশসহ আটক করে। বিকেলে একই উপজেলার মধ্যচর এলাকার আলাউদ্দীন গাজীকে (২৮) আটক করে হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম।চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম আটক ও দণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতলব উত্তরের দুই জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া হাইমচর উপজেলার তিন জেলেকে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজা প্রদান করেন।এআরএ/এমএস

Advertisement