আন্তর্জাতিক

নিখোঁজ শিক্ষার্থীদের স্মরণে মেক্সিকোর রাস্তায় জনতা

মেক্সিকো থেকে ৪৩জন শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনার এক বছর পূর্তীতে তাদের পরিবারের সদস্যরা রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে রোববার। খবর বিবিসি বাংলা।ন্যায়বিচারের দাবিতে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসেন বাবা-মায়েরা। প্রতিবাদ হিসেবে তারা ২৩ ঘণ্টা উপবাস করেন। এসময় তাদের সাথে যোগ দেন হাজারো মানুষ।এদিকে, দেশটির সরকার বলছে, একটি অপরাধী চক্র ওইসব শিক্ষার্থীকে হত্যা করে পুড়িয়ে ফেলেছিল।সূত্র বলছে, নিখোঁজ শিক্ষার্থীরা না বুঝেই মাদক বহনকারী একটি বাসের নিয়ন্ত্রণ নিলে, অপরাধী চক্র তাদের হত্যা করে এবং সরকার তাদের বাঁচাতে কিছুই করেনি।এই ঘটনার তদন্ত ভার আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে বিশেষ বিভাগকে দেয়ার দাবি জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা।হোসে এঞ্জেল নাম নিখোঁজ এক ছাত্রের বাবা জানান, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না যাবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবেই।তিনি বলেন, যতক্ষণ তারা আমাদের নিখোঁজ সন্তানদের ফিরিয়ে দিতে না পারবে, অথবা এ বিষয়ে কোনো সদুত্তর না দেবে, ততক্ষণ এই লড়াই চলবে।এদিকে, দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন।এসকেডি/এমএস

Advertisement