ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ সাংবাদিক। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে তার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
আতিশ তাসির নামের ওই সাংবাদিক যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকে বড় হয়েছেন ভারতে। গত বৃহস্পতিবার তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয় তার ভারতে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নাগরিকত্ব হারিয়ে গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সাংবাদিক বলেন, সরকারের এই পদক্ষেপ খুবই সন্দেহজনক। তারা আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছে। আমাকে দিয়ে অন্য সাংবাদিকদের বার্তা দিচ্ছে তারা।
গত মে মাসে টাইম ম্যাগাজিনের প্রথম পাতায় একটি নিবন্ধ লেখেন তাসির। সেখানে মোদির নেতৃত্বের সমালোচনা করা হয়। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে ভারতে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী মোদি নিজেও এ ব্যাপারে মন্তব্য করেছেন।
Advertisement
কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাসির তার নাগরিকত্বের আবেদনে তথ্য লুকিয়েছিলেন। তিনি জানাননি যে, তার মৃত বাবা ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত। এর ফলে তিনি বৈদেশিক নাগরিকত্বের অযোগ্য ছিলেন।
টিটিএন/এমকেএইচ