ভারতের হায়দরাবাদ প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত এক যাত্রী নিহত ও আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
Advertisement
সোমবার হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এনডিটিভি বলছে, সকালের দিকে হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
রুশ সংবাদমাধ্যম স্পুটনিক বলছে, হায়দরাবাদের কাচিগুদা রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপর উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়ার বগির ভেতর আটকা পড়া এক চালককে উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
Advertisement
যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুটি ট্রেন একই লাইনে চললেও কোনো ধরনের সংকেত কিংবা সতর্ক বার্তা দেয়া হয়নি।
দুর্ঘটনার কবলে পড়া ট্রেন দুটির একটি হায়দরাবাদ মাল্টি-মডাল ট্রান্সপোর্ট সিস্টেমের, অপরটি হান্ড্রি এক্সপ্রেস। দ্বিতীয় ট্রেনটি সেকুনদারাবাদ সিটি রেলস্টেশন থেকে অন্ধ্রপ্রদেশের কার্নুল রেলস্টেশনে চলাচল করে।
A Multi model transport system (MMTS) train collided wd a stationary train at Kacheguda station in #Hyderabad .Over 15, including MMTS driver, were injured.People had providential escape as train was moving slow.Signal goof up is blamed.@MumbaiMirror @BangaloreMirror pic.twitter.com/PAOrwz3SQf
— P Pavan (@pavanmirror) November 11, 2019এসআইএস/পিআর
Advertisement