জাতীয়

হরতালে সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-বিজিবি

ইসলামী দলগুলোর ডাকা রোববারের হরতালকে সামনে রেখে নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শনিবার রাতেই রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিজিবি‘র সদস্যরা মাঠে নেমেছে। একই সঙ্গে পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানো হয়েছে। হজ ও মহানবী (সা.) কে অসম্মান করে বক্তব্য দেওয়ায় সদ্য বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে দাবীতে ইসলামী দলগুলো রোববার সারাদেশে এই হরতাল আহবান করে।বিজিবি‘র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘হরতালে সিভিল প্রশাসনকে সহযোগিতায় তারা সবসময় প্রস্তুত থাকেন। রোববারের হরতালে সার্বক্ষনিক সতর্ক থাকতে দেশের সকল ব্যটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে রাতে কয়েক প্লাটুন বিজিবি সদস্য টহল দেবে।‘ এছাড়া সিভিল প্রশাসন যখনই তাদের সহযোগিতা চাইবে, তখনই তারা আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতায় এগিয়ে যাবে বলে জানান তিনি।র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, ‘কোথাও কেউ যেন নাশকতা ঘটাতে না পারে সেজন্য সারাদেশে দায়িত্বরত র‌্যাবের ব্যাটালিয়নগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা ও পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।‘ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘রোববারের হরতালকে ঘিরেও ঢাকাসহ সারাদেশে পুলিশের সকল পর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকতে পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হবে।‘

Advertisement