দেশজুড়ে

লন্ডভন্ড বাগেরহাটের উপকূলীয় জনপদ

ঘূর্ণিঝড়ে সুন্দরবনের দুবলারচরের অস্থায়ী শুঁটকি পল্লীর ঘরগুলো লন্ডভন্ড হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কয়েক লাখ টাকার শুঁটকি মাছ। কিছু গাছপালাসহ হারবাড়িয়া ও করমজল প্রজনন কেন্দ্রের দুটি স্থাপনা ছাড়া সুন্দরবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাটের উপকূলীয় গ্রামীণ জনপদ।

Advertisement

বিভিন্ন উপজেলার শত শত কাচা-ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাটে গাছ পড়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যানবাহন ও জনসাধারণের চলাচল। বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে গেছে। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক।

ঝড়ে উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। ফুসে ওঠা পানি ও অবিরাম বর্ষণে ভেসে গেছে কয়েক হাজার মাছের খামার ও পুকুর। এতে সর্বশান্ত হয়ে পড়েছে মাছ চাষিরা। পানির তোড়ে ভেঙে গেছে শরণখোলা উপজেলার বগি ও বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকার দুটি বেড়িবাঁধ। এতে কয়েটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাগেরহাট শহরের অধিকাংশ রাস্তাঘাট ও কয়েকশ বাসা-বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে।

এছাড়াও ঝড়ের তাণ্ডবে শরণখোলা ও মোড়েলগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় শুক্রবার রাত থেকে বাগেরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি রোববার সকাল থেকে বাগেরহাট শহরে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।

Advertisement

বাগেরহাট দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির ফোকালপারসন এডিসি মো. কামরুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিরবণ উপজেলা থেকে এখনও কন্ট্রোল রুমে পাঠানো হয়নি। দুইজনের মৃত্যু ছাড়া হতাহতের আর কোনো খবর এ মুহূর্তে আমাদের কাছে নেই। উপজেলা থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ চেয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাগেরহাটের রামপাল ও ফকিরহাট উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শিশু ও নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রামপাল উপজেলার উজলকুড় গ্রামে শিশু সামিয়া খাতুন (১৫) ও ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের গৃহবধূ হীরা বেগম (২৫)। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শওকত আলী বাবু/এমএএস/পিআর

Advertisement