দেশজুড়ে

৪৮ ঘণ্টা পর সচল হলো মোংলা বন্দর

ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ায় ৪৮ ঘণ্টা পর রোববার সন্ধ্যা ৬টা থেকে সচল হয়েছে মোংলা বন্দর। সন্ধ্যা থেকে বন্দর জেটিতে শুরু হয়েছে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন-নির্গমন। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসায় আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে ৭ নম্বার বিপদ সংকেত জারি করে। সঙ্গে সঙ্গে জাহাজ আগমন-নির্গমনসজ পণ্য বোঝাই ও খালাসের কাজ পুরোদমে বন্ধ করে দেয়া হয়। আজ দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়াসহ আবহাওয়ার সংকেত ৩ নম্বরে নামিয়ে আনায় মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরে অপারেশনাল কার্যক্রম ৪৮ ঘণ্টা পর সন্ধ্যা থেকে পুরোদমে শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছে। মোংলা বন্দরে আরও সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজও আসছে।

Advertisement

শওকত আলী বাবু/এমএএস/এমকেএইচ