কোরিয়া ওপেন টেনিসে মহিলা এককের ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই রোমানিয়ার ইরিনা বেগু ও অবাছাই বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। সম্প্রতি সেমিফাইনালে বেগু ৬-০ ও ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই বেলজিয়ামের আলিসন ভ্যানকে এবং সাসনোভিচ ৩-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই স্লোভাকিয়ার আন্না ক্যারোলিনাকে। একে
Advertisement